থ্রি সিক্স এ এম

লেখকঃ নিক পিরোগ
অনুবাদকঃ নাজমুস সাকিব
ধরণঃ থ্রিলিং উপন্যাস
সিরিজের প্রথম পর্ব 'থ্রি এ এম' 3 AM
এর হেনরি বিনসের বাবার ৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে, তাঁকে ল্যাস বেগাসে পাঠিয়ে দেন। তার বাবার কুকুর মারডক হেনরি বিনসের কাছে রেখে দেয়।
বিড়াল ল্যাসি, মারডককে একটা চ্যালেন্জ ছুঁড়ে দেয় যে সে কি কি খেতে পারবে!
মারডক সঙ্গে সঙ্গে চ্যালেন্জটি গ্রহণ করে নিয়ে সামনে যা পাই তা খেয়ে ফেলতে লাগল, যেমনঃ টিস্যুর বক্স, বল, মোবাইল ইত্যাদি।
হেনরি রাত ৩টায় ঘুম হতে উঠে মারডকের অবস্থা খারাপ দেখে দ্রুত পশু হাসপাতালে নিয়ে যায়।
আর এখানে রাত ৩টা হতে ৪টা, এই ১ ঘন্টার মধ্যে ৪৮ পৃষ্ঠার উপন্যাসটি খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে।
হাসপাতালে গিয়ে হেনরি সহ ডাক্তার এবং নার্স বিপাকে পড়ে যায়, এক জল্লাদকে দেখে, যার বাম হাতে ছিল
একটা অজগর সাপ। গল্পে উক্ত ব্যাক্তিকে সর্পমানব হিসেবে চিহ্নিত করা হয়েছে।
হাসপাতালে আসা সর্পমানবের অস্ত্র হতে নার্স এবং ডাক্তারের গায়ে গুলি লাগা, আর হেনরিকে আটক করে ফেলা...ইত্যাদি প্রতিটা মূহুর্তই পাঠকদেরকে অবশ্যই শিহরিত করে তুলবে...।।
হেনরি বিনস, ডাক্তার নার্সরা কি বাঁচতে পারবে..?
গল্পের নায়ক কে হতে চলতেছে..!!
Reactions

Post a Comment

0 Comments